রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
The Daily Post

ঘাটাইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি 

ঘাটাইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত 

টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) উপজেলার কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে দিগড় ও দিগরকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ। 

 ৭নং দিগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোনছুর আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম। 

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হক ছেন্টু, ঘাটাইল পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মনজুরুল হক মঞ্জুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

জনসভায় বক্তারা বলেন, দেশ সংস্থার করে অতিদ্রুত এই সরকার যেন নির্বাচন দেয় সেদিকে নজর দেয়ার অনুরোধ জানাচ্ছি। এছাড়াও যারা এখনো দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন তারা সাবধান হয়ে যান। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন বক্তারা।

টিএইচ